Population growth is causing excessive waste generation for several reasons, including rapid industrialization, urbanization, and unsustainable economic progress. This study sheds light on the image of solid waste management and waste recycling in Japan. Apart from this, the research is mainly done by discussing the current status of waste management in Bangladesh and considering Japan's waste
... [Show full abstract] management recycling system as an exemplary example for Bangladesh. Here, it follows the qualitative research methodology from secondary sources to analyze the data and information. (অর্থনৈতিক অগ্রগতির দরুণ দ্রুত শিল্পায়ন ও নগরায়ন যে হারে বৃদ্ধি পাচ্ছে, সে হারে জনসংখ্যা বৃদ্ধির কারণে অতিরিক্ত মাত্রায় বর্জ্য উৎপাদিত হচ্ছে। এ গবেষণায় জাপানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার চিত্র ও বর্জ্যের পুনর্ব্যবহার সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এ ছাড়াও বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা আলোচনা এবং জাপানের বর্জ্য ব্যবস্থাপনার পুনর্ব্যবহার পদ্ধতি বাংলাদেশের জন্য অনুকরণীয় উদাহরণ হিসেবে বিবেচনা করে গবেষণাটি মূলত সম্পন্ন করা হয়েছে। এখানে গুণগত গবেষণা পদ্ধতি অনুসরণ করে মাধ্যমিক উৎস থেকে তথ্য ও উপাত্ত পর্যালোচনা করা হয়েছে।)